তীতাসের পানি ঢুকাও, ঢুকাও ইছামতির জল,
সুরমা, করতোয়া, কংস আর মনুর মাছের
মতো ঢুকে যাও জল- যমুনার চর, পদ্মার পাড়
মেঘনার মোহনা ঢুকাও অকাতরে, অকাতর
বৃষ্টির অভাব হবে না, কাদায় বর্ষার কমতি
নেই
জল তো আসলে ফেয়ার এন্ড লাভলি, মুখে মাখো
সুখে মাখো আর জমা রাখ বগলের লকারে
ব্যারেজের বালিশে বড় সুখে আছি, তুমি ঢুকে
যাও
প্রভুত জলে; প্রভু আমার গঙ্গা চাই না,
পুকুরটা
বাঁচুক, কুকুরটা বাঁচুক, আকাশটা সাদা থুকুক
তুমি গজানন ঢুকাও শুড় দিয়ে দুধের মতো
জলরাশি; আমি ত আফ্রিকান মাগুরের জ্ঞাতি,
ভয় কি আমার, জয় হো, জয় হো জলতরঙ্গের
আমি ত বেঁচে আছি, থাকবো সুখশান্তির
হাইব্রিডে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন