শাওয়ার
কখনো মিথ্যা বলে না-
প্রতিদিনই আষাঢ়
মেটালিক
মেঘ ওড়ে অতিদূরে, নামে সংলাপ অঝোর
দুইবার
চেইন টেনে তুমি দাঁড়িয়েছ
একবার
অলস
পাখির চোখে রাখ মাছরাঙা ভীতি
হয়তো বৃষ্টিবিভূই; পিঁপড়ে ও পায়রা বোঝাই
হয়তো রেলগাড়ি থেমেছে কেশগুপ্ত স্টেশানে
হয়তো বৃষ্টিবিভূই; পিঁপড়ে ও পায়রা বোঝাই
হয়তো রেলগাড়ি থেমেছে কেশগুপ্ত স্টেশানে
এই বুঝি আবার ঝরবে ছায়া চৌম্বকআলোয়
এই বুঝি
মুছে গেল মগ্নসুদিন
কেউ কি
তবে এখনো সত্য বলে, রহস্যের ভোরে
ঝিরঝির
শব্দে পেতে আছ কান কার চুম্বনঘোরে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন