বুধবার, ৯ এপ্রিল, ২০১৪

রেলিঙে

এই যে রেলিং। বসে আছি। পাশ দিয়ে
ফোঁশ করে চলে গেল প্লাস্টিক

অথবা মৃদু শীৎকারে।।

শীতাতপ নিয়ন্ত্রণে
অন্দরে বসে আছ
একা

ঘোচাতে নৈঃসঙ্গ বরং
চাষ কর বিটি
বাইগুন
অ থ বা
ভ্রূকুটি মাধুরী

রেলিং থেকে দেখা যাচ্ছে
কোমল নির্যাস

তোমার তাপানুকূল প্লাস্টিক
ট্রাফিক স্থিরতায় হতাশ
ফলাও লাস্য
সাথে ঋতুর কর্পূর

ওল্টাও ম্যাগাজিন
পাতায় পাতায়
আরাধনা
জীবনের

রেলিঙে পোষাক থাকে না
লজ্জাও না
দুর্বৃত্ত আদিম মগ্নতা শুধু

তোমাকে উদাস দেখে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন