কবরের গভীরে বসে ছুঁয়ে দেখি জমাট শীত
জড়িয়ে রয়েছে মমিময়; ওঁৎ পেতে আছে
ভূপৃষ্ঠ জুড়ে জেঁকে বসা রজ্জুর মিথ।
আমার ডানায় চড়ে একদিন তুমিও নামবে
জমিনের জমানায়; তাৎসমিক আভিজাত্যর
বৃষ্টির জলে খুঁজে পাবে হেরার জন্ম ইতিহাস
ভুলে যেও না আমিও ফার্সির বখাটেপনায়
জিয়ানো ছিলাম; যেন আমি শিঙ মাছ
গেরস্থের বালতির জলজ কয়েদি।
নিজের মর্ম বুঝতে ব্রহ্মাণ্ড ভ্রমণে এসে দেখি
অসীমের তত্ত্বে লীন হয়ে আছি অনাদি পুরুষ
আমাতে বিহার করো, আমিই তোমার নিরঞ্জন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন