অন্ধ, তুমি পথ দেখাও; নিয়া যাও সেই উদ্যানে
যেখানে বধির আমরা শ্রুতিধর ছিলাম
সময়ের কুরুক্ষেত্রে কে কৃষ্ণ কে কর্ণ কে দুর্যোধন
কৃষ্ণা ও কৌন্তেয়, সবই তো আর্যের দম্ভকোলাহল
রাজরাজন্যের যুদ্ধে আমাদের ধর্ম কই?
যেখানে বধির আমরা শ্রুতিধর ছিলাম
সময়ের কুরুক্ষেত্রে কে কৃষ্ণ কে কর্ণ কে দুর্যোধন
কৃষ্ণা ও কৌন্তেয়, সবই তো আর্যের দম্ভকোলাহল
রাজরাজন্যের যুদ্ধে আমাদের ধর্ম কই?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন