মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪

কার জন্য

কার কথা লিখবো
কার জন্য

ঘূর্ণয়মান বল পিচে পড়ে
গ্রিফ্ বদলাতে চায়

কাকে বলে দেব এই জুয়াড়িগুজব

তৃষ্ণার্ত মানুষের চোখে
রাতের হর্ণ
গাছেদের গরীবি হালত্‌

রতভর
ক্রোমোসোম বদল
অথবা গ্রীবা, রাতের মৌসুম

কী নিঃস্তব্ধ এই বিহারী পল্লী
সুদূর প্রসারি বাহু
জাতিসঙ্কর ভূমিপুত্রের

জেলে পাড়ার উজ্জ্বল শিখায়
লেলিহান হিযরত

অবাক বিস্ময়ে বৃষ্টির জল
হলুদ ইশারা, কিম্বা
এই অমরতা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন