সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৩

হাওয়া মেঘ

হাওয়া মেঘ উড়ে যায় উষ্ণ তৃণভূমি
ধবলি গোয়ালে বাধা রবিবাবু তুমি?
রোদের চকিত দেহ তরলিত গানে
মরানদী জেগে ওঠে ভাটিয়ালি টানে
মাটির সুবাসে তুমি জন্ম নিলে ভুলে
কিষানির ফসল হয়ে সে বেদনা ফলে
আমার গানের কলি ছন্দে ও রুপকে
ভনিতার অগোচরে চাইছে তোমাকে

তুমি মেঘ ঝরো দেহে চর্যা শোলক
পয়ার-ত্রিপদি যেন কুমারী অলক
অশ্বদিনে মাধুকরী আমি দ্বিজ দাস
গোপন ফসল ফলে, দেহতে নিবাস

২টি মন্তব্য: