আমরা পার করছি আর্দ্র সময়;
বিশাল হাতির মতো ট্রেইন আসে ধীরে মুষলবৃষ্টিতে
জীবন ফিরে পায় স্টেশান; তুমুল হর্ষ তুলে মালগাড়ী
থেমে পড়ে লৌহকংক্রিটে।
তুমি আমি দর্শকবিন্দুতে বসে দেখছি
ত্রিশ মে’র বৃষ্টিরাশি পড়ছে অতিকায় ট্রেনে
ধাতব সংঘর্ষ ছাপিয়ে বৃষ্টিশব্দে মুখর হয়
আমাদের স্টেশান, স্মৃতিকাতর দ্বৈত আচরন
বিপুল ধ্বনিধর্ষন করে চলে গ্যালে ট্রেইন
বিমর্ষ পেয়ালারা পিরিচের উপর বসে ঢলাঢলি করে।
আমি তিরিশ বছর পুরোনো জন্মকল্পের দিকে ফিরে তাকাই
তোমার দেহপায়রার উপর অবিরল ঝরে চলে বৃষ্টির পয়ার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন