এখন বৃষ্টি আসে না
বর্ষা এলে দেশে
কুকুর ডাকে
লোকে
খালি
খালি পায়ে হাঁটে
দূরে তারার ম্লান পতনের ধ্বনি
ফিরে আসে আরেক বার
অমূল্য চরণের ডাহুক শিকার
অমূল্য চরণের ফাঁদ
এইসব নোংরা নর্দমায় কবেই ভসে গেছে
দেবদারুর শহরে বারোমাস ধূলোঋতু
নয়াটোলার অদূরে বারোমাস
পোয়াতিচিৎকার
মেরুন মেরুন রোদ, উপোসীরা উধাও
তুমি এলে না
তুমি এলে না
বছর বছর
এসে চলে যায়
আষাঢ় ও শ্রাবণ
অমূল্য চরণ চলে গেলে
ফিরে আসে দারুণ দাহন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন