শনিবার, ১৯ জুলাই, ২০১৪

ক্ষয়রোগ

চারপেয়ে পাখি ও রতির সংলাপ, ধূপসঙ্ঘর্ষের মতো ভেঙ্গে পড়েছে
এই পারিজাত, এই আঘাত, এই মনোহর ক্রুশদাগ
এ আমাদের আবাল্য প্রণয়- গোপনে গোপনে অনাদিকাল
বৈধতা চাইবে।

তৃষ্ণার্ত বালুকণা অথবা যিশুর পদরেখা ধরে
জন্মানো বালকবালিকা, ওরাও বৈধতা চাইবে প্রতি জন্মের;

হৃষ্ট হৃদয় তোমার; সাজিয়েছ আমালকি স্বাদে, স্বেদেও নিদারুণ
ঝর্ণাপতন।

এই যে আলো, আকাশে ছাড়িয়েছে ময়ূরপুচ্ছ-
মুছে গেছে গোধূলি

রাতভর রতি ও পাখি এড়াতে পারেনি ক্ষয়রোগ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন