যেতে হবে না ফেরার মতো। এই শীতল দুপুর নেমে আসে আগেকার মতো। অথচ এখন ফেরার মতো দেশ নাই; শুধু নওপাখিদের রক্তচিৎকার শুনি
দূরে লেবুগাছ, নিকটে সারকোস্টিক পানীয়, এ উদ্দাম একাকীত্ব চক্রবৃদ্ধির মরিচিকায় তুলে রাখি রাতের শিরে
একই দুঃস্বপ্নের রাত্রিরে কেউ পরোয়া করে না- তাই ফিরে ফিরে আসে লবনচাষী; মর্ত্যের জাদুকর শোন, গাছের ক্লান্তি, ফলের ক্লান্তি, রাস্তা ও পথের ক্লান্তি আর সমূহ নিষেধ ছেড়ে অস্তগামী পৃথিবীর বাসে উঠে যাবো, চলে যাবো কোন পঙ্কিল জলাশয়ে
দূরে লেবুগাছ, নিকটে সারকোস্টিক পানীয়, এ উদ্দাম একাকীত্ব চক্রবৃদ্ধির মরিচিকায় তুলে রাখি রাতের শিরে
একই দুঃস্বপ্নের রাত্রিরে কেউ পরোয়া করে না- তাই ফিরে ফিরে আসে লবনচাষী; মর্ত্যের জাদুকর শোন, গাছের ক্লান্তি, ফলের ক্লান্তি, রাস্তা ও পথের ক্লান্তি আর সমূহ নিষেধ ছেড়ে অস্তগামী পৃথিবীর বাসে উঠে যাবো, চলে যাবো কোন পঙ্কিল জলাশয়ে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন