না, মিলছে না। রবিবারে মুক্তি আসবে
আজকে ছুটি দেন ডাক্তার
আপনার শেলাইর সুতায় গ্রীষ্মের দাগ লেগে আছে
কিন্তু আমি তো চেয়েছি কার্তিক, কাশ গাছগুলো
পেরিয়ে গেলেই পাওয়া যাবে গেরস্থ চিহ্ন
কিছুই পেলাম না। কিছুই হলাম না।
শহরে শ্লোগান দিতে গিয়ে স্মৃতিটাকেই হারিয়ে বসলাম
শুধু মনে পড়ে আমি ও আমাদের পেছনে ভবিষ্যত বানীর মতো
ঘাতক আর বিশ্বাস ঘাতকেরা অট্টহাস্যে ফেটে পড়ছে
একই চুলোয় ভাত রেধে একই পাতিলে পঁচিয়ে গোপনে গোপনে
রস চেটে খাচ্ছে- আর আমি রবিবারের দেখা পেলাম না
প্রিয় ডাক্তার আমারে ছুটি দেন; এবার লেকচার খ্যান্ত দেন
বনদেবী ডাকতেছে, এখন আর হেল্পারির সময় নাই
আপনে বলছিলেন, কার্বন বেচে মেলা টাকা আনবেন
আপনি কইছিলেন, একদিন আমরাও রড়লোক হৈয়া যামু
কিছুই মিলতেছে না। কিছুই হৈতেছে না।
আপনি হাসতে হাসতে লেফটরাইট হৈয়া যাইতেছেন
আপনি খিলখিলাইতেছেন- আমার সামনে পিছনে
কোন দিকে রাস্তা নাই- শুধু নিজের দিকেরটার
দিকে আসার জন্য সব রাস্তা বন্ধ করতেছেন আর করতেছেন
বুঝতে পারছি, আমার আর দেশে ফিরা হৈবো না
কিছুই মিলতেছে না, কিছুই হৈতেছে না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন