তুমি আসবে তাই
পথে পথে তোমার গান রেখে যাই
তুমি আসবে তাই
সূর্যোদয়ের দিকে ফিরে যেতে চাই
তুমি আসবে তাই
শ্রাবণের আকাশে মেঘ জমে নাই
তুমি আসবে তাই
কৃষ্ণচুড়ার সাজে সেজেছেন রাই
আবার ভোর হবে
এই ভেবে ভেবে
মানুষের কান্না
ভাষা খুঁজে পাবে
তুমি আসবে তাই
চকিতে চাওয়াগুলো পাওয়া হয়ে যাবে
তুমি আসবে তাই
না পাওয়ার বেদনা ধুলায় লুটাবে
তুমি আসবে জেনে পথের ধারে
ফুটেছে মালতি ফুল থরে থরে
তুমি আসবে জেনে নগরের চৌকাঠে
কত হৃদয়ের দিন আজ বিনিদ্র কাটে
আবার আসবে সুদিন
তোমার আশায়
আবার গাইবে পাখি
হারানো ভাষায়
যে গান গিয়েছে মুছে স্মৃতি থেকে
যে গান এসেছে মাটির গন্ধ থেকে
তোমার চলার পথে ক্লান্তিরা সব
গোধুলিতে মিশে গিয়ে হয়েছে নীরব
তুমি আসবে তাই
পাখিরা মেলেছে ডানা, জোনাক হয়েছে আলো
জীবনের ভুলগুলো হঠাৎ লেগেছে ভালো
পথে পথে তোমার গান রেখে যাই
তুমি আসবে তাই
সূর্যোদয়ের দিকে ফিরে যেতে চাই
তুমি আসবে তাই
শ্রাবণের আকাশে মেঘ জমে নাই
তুমি আসবে তাই
কৃষ্ণচুড়ার সাজে সেজেছেন রাই
আবার ভোর হবে
এই ভেবে ভেবে
মানুষের কান্না
ভাষা খুঁজে পাবে
তুমি আসবে তাই
চকিতে চাওয়াগুলো পাওয়া হয়ে যাবে
তুমি আসবে তাই
না পাওয়ার বেদনা ধুলায় লুটাবে
তুমি আসবে জেনে পথের ধারে
ফুটেছে মালতি ফুল থরে থরে
তুমি আসবে জেনে নগরের চৌকাঠে
কত হৃদয়ের দিন আজ বিনিদ্র কাটে
আবার আসবে সুদিন
তোমার আশায়
আবার গাইবে পাখি
হারানো ভাষায়
যে গান গিয়েছে মুছে স্মৃতি থেকে
যে গান এসেছে মাটির গন্ধ থেকে
তোমার চলার পথে ক্লান্তিরা সব
গোধুলিতে মিশে গিয়ে হয়েছে নীরব
তুমি আসবে তাই
পাখিরা মেলেছে ডানা, জোনাক হয়েছে আলো
জীবনের ভুলগুলো হঠাৎ লেগেছে ভালো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন