ছায়াপথে থাকবে না কিছুই। শুধু পুড়ে যাওয়া জন্মভিটা, দোয়েল পাখির ডাক অবশিষ্টাংশের প্রেমে ভেসে যাবে। বৈষ্ণবীর সুরে মত্ত মাঝি বেহালে খুঁজে পাবে পুঁটি পাবদা কিম্বা পদ্মাবতীর অভিমান। আর কিছুই থাকবে না এই বিকাল বেলায়।
চিল পাখির মতো যে মেয়েটি ছোঁ মেরে নিয়ে যেতে চায় অথবা পেতে চায় হৃদয়ের সমস্ত নির্যাস, সেও থাকবে না। তার বদলে হরিতকী গাছ, অর্জুনের ছাল হয়তো পাওয়া যাবে কোবরেজ মশায়ের বেডরুমে।
দাউদাউ আগুন-স্মৃতি, শুকনো খাল থেকে যাবে। মুছে যাবে সাঁতার, মুছে যাবে ভর দুপুর। স্পেসস্টেশান থেকে সৌরদৃষ্টি দিয়ে শুধু দেখা যাবে ভূতের ফুল। আর সব মুছে যাবে
চিল পাখির মতো যে মেয়েটি ছোঁ মেরে নিয়ে যেতে চায় অথবা পেতে চায় হৃদয়ের সমস্ত নির্যাস, সেও থাকবে না। তার বদলে হরিতকী গাছ, অর্জুনের ছাল হয়তো পাওয়া যাবে কোবরেজ মশায়ের বেডরুমে।
দাউদাউ আগুন-স্মৃতি, শুকনো খাল থেকে যাবে। মুছে যাবে সাঁতার, মুছে যাবে ভর দুপুর। স্পেসস্টেশান থেকে সৌরদৃষ্টি দিয়ে শুধু দেখা যাবে ভূতের ফুল। আর সব মুছে যাবে