সোমবার, ৪ মে, ২০১৫

থাকবে না কিছুই

ছায়াপথে থাকবে না কিছুই। শুধু পুড়ে যাওয়া জন্মভিটা, দোয়েল পাখির ডাক অবশিষ্টাংশের প্রেমে ভেসে যাবে। বৈষ্ণবীর সুরে মত্ত মাঝি বেহালে খুঁজে পাবে পুঁটি পাবদা কিম্বা পদ্মাবতীর অভিমান। আর কিছুই থাকবে না এই বিকাল বেলায়।

চিল পাখির মতো যে মেয়েটি ছোঁ মেরে নিয়ে যেতে চায় অথবা পেতে চায় হৃদয়ের সমস্ত নির্যাস, সেও থাকবে না। তার বদলে হরিতকী গাছ, অর্জুনের ছাল হয়তো পাওয়া যাবে কোবরেজ মশায়ের বেডরুমে।

দাউদাউ আগুন-স্মৃতি, শুকনো খাল থেকে যাবে। মুছে যাবে সাঁতার, মুছে যাবে ভর দুপুর। স্পেসস্টেশান থেকে সৌরদৃষ্টি দিয়ে শুধু দেখা যাবে ভূতের ফুল। আর সব মুছে যাবে

রবিবার, ৩ মে, ২০১৫

শুধু তোমার জন্য

শুধু তোমার জন্য অচেনা দিনে
এত দূর হেঁটে আসা
শুধু তোমার জন্য বিষণ্ণ পৃথিবীতে
রাষ্ট্র হয়েছে ভালোবাসা

শুক্রবার, ১ মে, ২০১৫

তুমি আসবে তাই

তুমি আসবে তাই
পথে পথে তোমার গান রেখে যাই
তুমি আসবে তাই
সূর্যোদয়ের দিকে ফিরে যেতে চাই
তুমি আসবে তাই
শ্রাবণের আকাশে মেঘ জমে নাই
তুমি আসবে তাই
কৃষ্ণচুড়ার সাজে সেজেছেন রাই

আবার ভোর হবে
এই ভেবে ভেবে
মানুষের কান্না 
ভাষা খুঁজে পাবে

তুমি আসবে তাই
চকিতে চাওয়াগুলো পাওয়া হয়ে যাবে
তুমি আসবে তাই
না পাওয়ার বেদনা ধুলায় লুটাবে

তুমি আসবে জেনে পথের ধারে
ফুটেছে মালতি ফুল থরে থরে
তুমি আসবে জেনে নগরের চৌকাঠে
কত হৃদয়ের দিন আজ বিনিদ্র কাটে

আবার আসবে সুদিন
তোমার আশায়
আবার গাইবে পাখি
হারানো ভাষায়

যে গান গিয়েছে মুছে স্মৃতি থেকে
যে গান এসেছে মাটির গন্ধ থেকে

তোমার চলার পথে ক্লান্তিরা সব
গোধুলিতে মিশে গিয়ে হয়েছে নীরব

তুমি আসবে তাই
পাখিরা মেলেছে ডানা, জোনাক হয়েছে আলো
জীবনের ভুলগুলো হঠাৎ লেগেছে ভালো