সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

পাখি ও প্যারিস

অই পাখি, যে পাখি উড়ে আসে
এসে জলচৌকিতে বসে
খুটতে থাকে
নখ ভালো করে দেখে

তারে দিনরাত আদার খাওয়াইও না

ভূকূঞ্জে মেঘ, উড়ে আসে
উড়ে আসা মেঘ
মোটা মোটা মেঘ
চলে যাও, না হয় নেমে যাও

তোমারে পাঠামু না প্যারিসে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন