মঙ্গলবার, ১০ জুন, ২০১৪

সূর্য যেদিকে ওঠে

সূর্য যেদিকে ওঠে তার পাশে কুড়ে ঘর
তারপাশে সোনালি হাওয়া
হাওয়ার গভীর থেকে উঠে আসে জামরুল
সিঁদুরে আমের আঁটি

উঠানে পড়ে আছে চৈতণ্যের নাম
ইষ্টকুটুম পাখির পালক
আর বৃষ্টি নামার মতো অপেক্ষমান
উত্থান

এই মহীনের জলে ভাসছে সূর্যপ্রণাম
ভেসে যাচ্ছে স্ত্রোতাংশ
এবং মীনময় পৃথিবীর জৌলুশ যাচ্ছে
ভেঙ্গে ভেঙ্গে দুলে দুলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন