সমুদ্রে তার ছায়া পড়েছে, কাশ্যপ গোত্রিয়
ফেনার লিপিতে এ জাতক সংবাদ
লেখা রইল।
তবু সমুহ আনন্দের ঘোরে এবং পবিত্র বিপদে
ফুলকা বাণিজ্যে শরণ নেবো
অবশিষ্ট স্থলভাগে
মেদিনী কি পবিত্র? গোমূত্রে ডোবানো পদরেখা
ধরে কুলের হদিস পেয়ে যাবে
পৃথিবীর অ্যানালোজি বুকে লালন করেছ ললনা
তার ছায়া পড়ে নাই, আশ্চর্য মেদুরে
ফেনার লিপিতে এ জাতক সংবাদ
লেখা রইল।
তবু সমুহ আনন্দের ঘোরে এবং পবিত্র বিপদে
ফুলকা বাণিজ্যে শরণ নেবো
অবশিষ্ট স্থলভাগে
মেদিনী কি পবিত্র? গোমূত্রে ডোবানো পদরেখা
ধরে কুলের হদিস পেয়ে যাবে
পৃথিবীর অ্যানালোজি বুকে লালন করেছ ললনা
তার ছায়া পড়ে নাই, আশ্চর্য মেদুরে