বুধবার, ১১ জুন, ২০১৪

অ্যানালোজি

সমুদ্রে তার ছায়া পড়েছে, কাশ্যপ গোত্রিয়
ফেনার লিপিতে এ জাতক সংবাদ
লেখা রইল।

তবু সমুহ আনন্দের ঘোরে এবং পবিত্র বিপদে
ফুলকা বাণিজ্যে শরণ নেবো
অবশিষ্ট স্থলভাগে

মেদিনী কি পবিত্র? গোমূত্রে ডোবানো পদরেখা
ধরে কুলের হদিস পেয়ে যাবে
পৃথিবীর অ্যানালোজি বুকে লালন করেছ ললনা

তার ছায়া পড়ে নাই, আশ্চর্য মেদুরে

মঙ্গলবার, ১০ জুন, ২০১৪

সূর্য যেদিকে ওঠে

সূর্য যেদিকে ওঠে তার পাশে কুড়ে ঘর
তারপাশে সোনালি হাওয়া
হাওয়ার গভীর থেকে উঠে আসে জামরুল
সিঁদুরে আমের আঁটি

উঠানে পড়ে আছে চৈতণ্যের নাম
ইষ্টকুটুম পাখির পালক
আর বৃষ্টি নামার মতো অপেক্ষমান
উত্থান

এই মহীনের জলে ভাসছে সূর্যপ্রণাম
ভেসে যাচ্ছে স্ত্রোতাংশ
এবং মীনময় পৃথিবীর জৌলুশ যাচ্ছে
ভেঙ্গে ভেঙ্গে দুলে দুলে

রবিবার, ১ জুন, ২০১৪

মহাভারতের কথা

অন্ধ, তুমি পথ দেখাও; নিয়া যাও সেই উদ্যানে
যেখানে বধির আমরা শ্রুতিধর ছিলাম

সময়ের কুরুক্ষেত্রে কে কৃষ্ণ কে কর্ণ কে দুর্যোধন
কৃষ্ণা ও কৌন্তেয়, সবই তো আর্যের দম্ভকোলাহল

রাজরাজন্যের যুদ্ধে আমাদের ধর্ম কই?