বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৩

নাকফুল

আমাদের বিছ্‌রি নাকফুল; পড়লেই হয়ে যায় মল্লিকারাত। বৃষ্টি শেষে
ঘাস জমে পুষ্পিত শোভনালয়ে। পৌষের সন্ধ্যা দেখা দেয়,
চলে আসে স্বপ্নব্যাধ

আমাদের নাকফুল; এক শতাব্দি আগেও অনাপত্তিকর ছিল।
তখন নেমে আসতো বাদুরের শব্দপ্রতীজ্ঞা;
মনে আছে?
ফুলের ভেতর ডোবানো শহর, সখ্যতা আর তরমুজ লাল-
ছিল ভীষণ মিলেমিশে

তোমার নাক জুড়ে ছৈয়ালের দুর্দশা। রোপিত হয়েছে হেলিপ্যাড
বিরাণ ভাল্লুক, নভোবিকার।
অহেতুক ড্রপ খাচ্ছে কোজাগরি চাঁদ, হাস্যল ঠোঁট

নাকফুল জমে শিশিরে, লাউফুলে;
পরিচিত বর্ষার সকালে
রোদমন্থন
উড়ে যাবে আকাশমন্ডলী পার হয়ে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন