মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৩

মুক্তিবেগ

আকাশে বড় চাঁদ। বুড়ির চরকায় তুলোর জট
ভেঙ্গে যাচ্ছে ক্রিস্টাল নীরবতা-
আমাদের বাতাস থেকে উড়ে চলে যাচ্ছে শিমুল ফুলের ঘ্রান
পুড়ে যাচ্ছে মাটি, দিঘি, রামপ্রসাদের ভক্তিগীতি; সব তুলো
উড়ে যাচ্ছে পৃথিবীর বাতাস ছেড়ে; ঘুমিয়ে পড়েছে স্বতন্ত্রতা
আমরা গোপনে হারিয়ে ফেলেছি অতীব পরাজয়
আকাশে চাঁদের আলো- তুমি হুহু বাতাস
আমি শালিখের রাতের ক্রন্দন- আকাশ ভেঙ্গে পড়ে যাচ্ছে
চরকার চাকা, সাদা থান, ক্রিমির মতো কিলবিলে সব সুতোগুলো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন