আমরা পেয়ে যাবো পূর্বজদের পায়ে চলা পথ
হাঁটতে হাঁটতে হঠাৎ- কতোবার
কতো মানুষের ভীড়ে বৃক্ষেরা জন্মেছিলো
কতো মানুষের চোখে ভরা স্বপ্নের মতো;
তুমি এক পঙক্তির সৌন্দর্য হয়ে আছো
তুমি ফের শ্লোগানের মতো ধিকি ধিকি জ্বলছো
জ্বলছো নিভছো জোনাক- আমরা হেঁটে যাবো
রিক্ত পথে বহুময় একাকীত্বে; কতোবার পেয়ে
হারিয়েছি ঐরাবতের পাল- কতোবার হয়ে গ্যাছি
সাঁতার পটু সাদা কিশোরের শার্ট; উড়তে উড়তে
হাওয়ায় লুটিয়ে পড়েছি, লুটিয়ে পড়েছি তুমি আমি
সঙ্ঘযুথের দিপ্র উচ্চারণে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন