মিথ্যার নামে লিখছি এই অভয়। রোজ ময়ূরের বিয়ে দেখি, রাত্রির শালিনতা ভেঙ্গে
পলায়নবৃত্তির দিকে ঝুকে থাকি, বরাহ বিরহে
আকাশ চাইতে নেই, মেঘ এসে জমে। বৃষ্টির ধারায় রবিসুখের দিন শেষ
মানুষের কাছে মেদ জমে থাকে- দিবসের চৌকাঠে বেজে ওঠে জাহাজস্মৃতি
কিঞ্চিৎ কাঞ্চনমূল্যরজত কি শোধ হবে দ্বিজাদেশে? হে বিরহবিমুখ
হে অশ্বিনী তনয়া, কুচময়ী
নশ্বর নগরে তবু গাছ ওঠো। ওঠে কুষ্ঠকোলাহল
জন্ম জরা অভিনয়, মোটেও মিথ্যে নয়
যা কিছু জ্ঞাত
যা কিছু মধ্যম
গ্রন্থিত যা কিছু
তোমার আমার প্রণয়ের মতো সবই দ্বিধার চূর্ণ
সবই উড়ে যায় নিষেধের অভয়াশ্রমের দিকে
পলায়নবৃত্তির দিকে ঝুকে থাকি, বরাহ বিরহে
আকাশ চাইতে নেই, মেঘ এসে জমে। বৃষ্টির ধারায় রবিসুখের দিন শেষ
মানুষের কাছে মেদ জমে থাকে- দিবসের চৌকাঠে বেজে ওঠে জাহাজস্মৃতি
কিঞ্চিৎ কাঞ্চনমূল্যরজত কি শোধ হবে দ্বিজাদেশে? হে বিরহবিমুখ
হে অশ্বিনী তনয়া, কুচময়ী
নশ্বর নগরে তবু গাছ ওঠো। ওঠে কুষ্ঠকোলাহল
জন্ম জরা অভিনয়, মোটেও মিথ্যে নয়
যা কিছু জ্ঞাত
যা কিছু মধ্যম
গ্রন্থিত যা কিছু
তোমার আমার প্রণয়ের মতো সবই দ্বিধার চূর্ণ
সবই উড়ে যায় নিষেধের অভয়াশ্রমের দিকে