সোমবার, ১১ নভেম্বর, ২০১৩

কলা মন্দির

ভোরের বন্ধুরা ভেতরে এসো
মায়বন বিহারিনী হরিণীরা
গান সেরে চলে গ্যাছে গহীনে

স্বপ্নাতুর দুনিয়ার আলস্যে বসে
তুমি একা শুধু
শুনতেছ রবিনাথের গান

এখানে গুপ্তকলা মন্দিরে
বাঘের পায়ের ছাপ আছে

সোমবার, ৪ নভেম্বর, ২০১৩

ভাটিয়ালি

এসো ভাই
দু'জনে মিলে বরং
ভাটিয়ালি গাই
নশ্বর যা কিছু পুড়ে যাক

কণ্ঠ দরাজ করে
গাও দেখি তৃষ্ণাগুলো

যা কিছু দাহ্য
পুড়ুক পুড়ুক

রবিবার, ৩ নভেম্বর, ২০১৩

নিকটবর্তি বরফ যুগের আগে

দেখি নাই আরবের রোদ, ভারতের ধ্যান। দুনিয়ার আরেক দিকে জন্মাইসি
ম্যামথ দিনের কথা গল্পে শুন্‌ছি। চোখে বাধা সোনলি কাগজ
বন্ বন্ কইরা ঘুরতেছে মাটি; আমরা স্থির আছি কার্বনের যুগে।।

কে কইছে, শুরু আর শেষ? আমি ত জন্মেরই আগে দেইখা নিছি সব
আমার শুড়ের নিচে একপাটি দাঁত কেউ লুইঠা নিবো না
ডাক্তার বন্ধুর কাছে গিয়া ১৩০০০ টাকায় রুট-ক্যানেল সাইরা লইছি

এই বরফ যুগের শেষে বইসা আছি হিমকপাট লাগাইয়া;
ভারতের ধ্যান নাই, আরবের রইদ ড্রোনের ডানায় ওড়ে
জাতি ও উপজাতির খোঁজে, আমরা ভার্চুয়াল প্রিন্টারে
আঁকি রিয়ালেস্টিক ছবি, গ্লোবাল ওয়ার্মিং খুঁজি

আর চিন্তা করি।।

শনিবার, ২ নভেম্বর, ২০১৩

অনিরপেক্ষ দর্শন

মাটির স্পর্শ লেগে ভেঙ্গেছে বিগ্রহ
অপার চাহিয়া আছি তোর নয়ানে
ত্রিনেত্রা, বিরহীরে দাও তব অনুগ্রহ
কিছু; ভাষা দাও বেহায়া জবানে।।

সত্য নির্মোহ নয়, ভ্রান্তির বিলাসে
পক্ষপাতি স্তুতিময় টীকার আকাশে
উড়ে উড়ে চিনে নাও গোপন ট্রেজার
পানের মতো দর্শনও চিবাও অপার

ওগো কবি, দর্শন হেতু বিরচিবে কি
ইশতিহার খানি? মুখে পুরে আমলকি
জলপাই তেঁতুলের ভক্তির মিথলজি
তুমিতো লবন দেশে বেশ আছ জানি

গল্পের ভিতর মাটি নাই, সরে গেছে
আমার পায়ের তলায় তুলোর হৃদয়
একদা আত্মমগ্ন পাখিদের মুক্তপুচ্ছে
এসেছিলো ইতিহাস, অতুল্য অভয়

সেই পাখিদের একে একে শিকার
করেছে যারা, রচিছ তাদের অধিকার
বারতা। উদ্‌গিরিত অন্ধকার ফেনার
তুমিও সেজেছ নেতা গোপন সুবিধার

অর্ধেক গণতন্ত্র তুমি- নিজের জন্য
অর্ধেক বিপ্লবী- খুন হলে জনারণ্য
তব পুঁথির পাতায় মানুষের ঠাঁই নাই
তবু বল, ''আমি লালনেরই গান গাই''