মাটির স্পর্শ লেগে ভেঙ্গেছে বিগ্রহ
অপার চাহিয়া আছি তোর নয়ানে
ত্রিনেত্রা, বিরহীরে দাও তব অনুগ্রহ
কিছু; ভাষা দাও বেহায়া জবানে।।
সত্য নির্মোহ নয়, ভ্রান্তির বিলাসে
পক্ষপাতি স্তুতিময় টীকার আকাশে
উড়ে উড়ে চিনে নাও গোপন ট্রেজার
পানের মতো দর্শনও চিবাও অপার
ওগো কবি, দর্শন হেতু বিরচিবে কি
ইশতিহার খানি? মুখে পুরে আমলকি
জলপাই তেঁতুলের ভক্তির মিথলজি
তুমিতো লবন দেশে বেশ আছ জানি
গল্পের ভিতর মাটি নাই, সরে গেছে
আমার পায়ের তলায় তুলোর হৃদয়
একদা আত্মমগ্ন পাখিদের মুক্তপুচ্ছে
এসেছিলো ইতিহাস, অতুল্য অভয়
সেই পাখিদের একে একে শিকার
করেছে যারা, রচিছ তাদের অধিকার
বারতা। উদ্গিরিত অন্ধকার ফেনার
তুমিও সেজেছ নেতা গোপন সুবিধার
অর্ধেক গণতন্ত্র তুমি- নিজের জন্য
অর্ধেক বিপ্লবী- খুন হলে জনারণ্য
তব পুঁথির পাতায় মানুষের ঠাঁই নাই
তবু বল, ''আমি লালনেরই গান গাই''