১.
রক্ত নয়, জলের দিকে যাও; কম্পমান মেঘে জমে উঠেছে শষ্য। রাত হয়েছে, দিন হবে। মাছেদের ক্লাশরূমে রসের বুদ্বুদ দেখ।
২.
এই নির্জনে কোলাহল আনো। ঐ দেখ ছায়াছবির উষ্ণ দৃশ্যায়ন। কৃষ্ণ অনুমানগুলো দূরে চলে যাবে।
৩.
সবুজ বিগ্রহ, নত হয়ে আছি। তুমি স্বল্পায়ু হয়ো না। ভূমিময় মুখর হও রঙের নির্মাণ। মাৎস্যন্যায় নয়, জলধির দ্রোহের সমান পুরুষচিৎকার।
রক্ত নয়, জলের দিকে যাও; কম্পমান মেঘে জমে উঠেছে শষ্য। রাত হয়েছে, দিন হবে। মাছেদের ক্লাশরূমে রসের বুদ্বুদ দেখ।
২.
এই নির্জনে কোলাহল আনো। ঐ দেখ ছায়াছবির উষ্ণ দৃশ্যায়ন। কৃষ্ণ অনুমানগুলো দূরে চলে যাবে।
৩.
সবুজ বিগ্রহ, নত হয়ে আছি। তুমি স্বল্পায়ু হয়ো না। ভূমিময় মুখর হও রঙের নির্মাণ। মাৎস্যন্যায় নয়, জলধির দ্রোহের সমান পুরুষচিৎকার।