কিছুটা আড়ালে থেকো। এ জীবন খুব দীর্ঘ নয়
মানুষের অগোচরে নিয়ত ভাঙ্গে কালোরশ্মি
মানুষ মনে রাখে সাদা হাসি। কণ্ঠভোটে পাশ
হলো আমার অধিকার। একটি পাতিকাক ক্ষুধা
চিনেছিলো বলে, চিনেছিলো সাহস- দূরে থাকা
মানে বেঁচে থাকা নয়- বুঝেছিল। কলোনির ভরাট
মেয়েরা তখন সাহস্যময়; তিনশ রজনী পার হয়
ফিরে আসে বিত্রস্ত বসন্ত। কিছুটা আড়ালে,
কিছুটা অধিকারে স্বল্পভাষী ময়ূর পেখম মেলে
সে যেন এক বৃষ্টিনাম, নামতাধর্মী ধারাপতন
কেউ দেখছে না। মিলিয়ন কণার নৃত্যরাগ
ছড়িয়ে পড়েছে স্ফটিকময়, সাহসী চোখের
প্রিজমের মতো উলোট-পালট মেঘম্যাট্রিক্স
জাগ্রত তোমার ডানায়।
মানুষের অগোচরে নিয়ত ভাঙ্গে কালোরশ্মি
মানুষ মনে রাখে সাদা হাসি। কণ্ঠভোটে পাশ
হলো আমার অধিকার। একটি পাতিকাক ক্ষুধা
চিনেছিলো বলে, চিনেছিলো সাহস- দূরে থাকা
মানে বেঁচে থাকা নয়- বুঝেছিল। কলোনির ভরাট
মেয়েরা তখন সাহস্যময়; তিনশ রজনী পার হয়
ফিরে আসে বিত্রস্ত বসন্ত। কিছুটা আড়ালে,
কিছুটা অধিকারে স্বল্পভাষী ময়ূর পেখম মেলে
সে যেন এক বৃষ্টিনাম, নামতাধর্মী ধারাপতন
কেউ দেখছে না। মিলিয়ন কণার নৃত্যরাগ
ছড়িয়ে পড়েছে স্ফটিকময়, সাহসী চোখের
প্রিজমের মতো উলোট-পালট মেঘম্যাট্রিক্স
জাগ্রত তোমার ডানায়।