সোমবার, ৩১ মার্চ, ২০১৪

বসন্তের বিপ্র

তোমার সাথে দেখা হৈল
তুমি গান বাজাইলা
রঙ ঝড়াইলা- আমি দেখতে দেখতে
শুনতে শুনতে উদাস হৈলাম

চাইলা গেলাম কামে
তুমি গান থামাইলা না
গাইতে ছিলা, গাইতে আছ
ঠোঁডের কাছে জমা রাখছ
চুমুর পলিথিন

আমি ফিরা আইসা দেখি তুমি
চইলা গেছ, মিলা গেছ কই

হায়রে গানের সুর, রইয়া গেল
ঠোঁডের কাছে চুমার মতো
মুছতেছে না, মিলতেছে না
কেমনে যামু ঘর; হায়রে গানের সুর