সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৪

ভক্তিরস

১.
ইল্লাল্লা বলয়ে মন ইল্লাল্লা বল
ইল্লাল্লা জিকিরে দেহ
শূন্যে লীন হ'ল

ইল্লাল্লা বলয়ে মন, ইল্লাল্লা সাগরে
অকূলে ভাসাও তরী
পরম হরষে
২.
শাস্ত্রবন্দি পাখি কান্দে সে নামের লাগি
যে নামে মজিয়া নিমাই হৈল বিবাগি
সে নাম শোনাও আমায়, দেখাও শ্রীচরণ
আঁখিতে নাই নিদ, সুনিদ্রা হরণ

ওগো সেই মধু নামে-
আমারে নিয়া যাও বঁধু চৈতণ্যধামে
৩.
বেদ বুঝি ভেদ করে মানুষে মানুষে
আমি তো অভেদ জেনেছি সব নিখিলবিশ্বে
৪.
আমি শাস্ত্রে চিনি নাই, যাগ করি নাই
তোমারে চিনেছি মন নদীয়াতে যাই
তোমারে চিনেছি প্রভু আরবে, সাগরে
তোমারে চিনেছি প্রভু ইল্লাল্লা জিকিরে

তোমারে চিনেছি প্রভু অষ্ট প্রহরে
তোমারে চিনেছি রাধিকাবিরহে
৫.
জাতের ক্লান্তি নাই আর
গিয়েছে জাত লুটিয়ে
শ্রীচরণে তাঁর

ভক্তি রসে মজি
দিয়েছি তো সব
শ্রীচরণ ভজি

ভক্তি সাগরে ভাসে দেহ
তরনী যেমন
মধু নামে দুলি সদা
হরষিত মন
৬.
মজেছি প্রভু নামে
ভক্তিধামে যাই
সাকার-নিরাকার
হেথা কোন ভেদ নাই

ঘুচেছে যত ভেদ নরে ও নারীতে
ঘুচেছে যত ভেদ মানুষে প্রাণীতে
ঘুচেছে যত ভেদ জলে ও পানিতে
ঘুচেছে যত ভেদ আছে ও নাইতে
ঘুচেছে যত ভেদ পিরিতে পিরিতে
৭.
জলে নিচে জল আছে, জলে নিচে জল
ও মন, সংকীর্তণ করি সব মদীনাতে চল
সেথা প্রভু দিয়েন ছিলেন 'নাম' বেদূঈনে
রইতে না পারি অনুক্ষণ সেই নাম বিনে