শুক্রবার, ১৫ অক্টোবর, ২০১০

তিতুমীর

আপনার নামে এখনো দুলে ওঠে বাঁশ ঝাড়
দুলে ওঠে বিস্তীর্ণ মাঠ, কৃষকের চৌকষ কাস্তে
লাঠি আর লাঠিয়াল, দুলে ওঠে ‌'তাহ্‌বান্দ'।
মানুষের সংগ্রামে ইতিহাসের পৃষ্ঠায় দুলে
ওঠে উনিশ শতক, নারকেলবাড়িয়ার ঘাস।

আপনি শিখিয়েছেন স্বাধীনতা- আপনার নাম
ফরিদপুর, নদিয়া অথবা চব্বিশ পরগনা।
আপনার পাঁচ হাজার ফিরে এসে হয়েছে
তিরিশ লক্ষ, আপনার নামে গান গায়
বাঙলার দোয়েল আজ।।

আপনি দুলে উঠুন, দুলে উঠুন আবার আমাদের মাঠে কঙক্রিটে
বৈরী হাওয়ায়। পলি জমে মুছে গ্যাছে-
ভাঙ্গনের তোড়ে-
বিপন্ন হয়েছে আবার
আমাদের ঘর আমাদের গ্রাম।।